উখিয়ায় শীর্ষ ইয়াবাকারবারী আলমগীরসহ আটক- ২

নিজস্ব প্রতিবেদক- উখিয়া থানা পুলিশের অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ও শীর্ষ ইয়াবাকারবারী আলমগীর অবশেষে পুলিশ আটক হয়েছে।

আজ মঙ্গলবার রাত ২ টার দিকে উখিয়া থানা পুলিশের সহকারী উপ – পরিদর্শক বিষ্ণু কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে পূর্ব মরিচ্যা গ্রামের খলিল আহম্মদের ছেলে এলাকার চিহ্নিত ইয়াবাকারবারী ও একাধিক মামলার আসামী আলমগীর ও তার চেইন অব কমান্ড একই এলাকার আমির হোসনের ছেলে বেলাল উদ্দিনকে আটক করে।

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ইয়াবা ব্যবসার সাথে জড়িত গডফাদার আলমগীরকে আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর