উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামী আটক

ক.জার্নাল ডটকম – উখিয়া থানা পুলিশ শনিবার ভোর রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক মামলায় আদালত কর্তৃক এক বছরের দন্ডাদেশ প্রাপ্ত আসামী কুতুপালং এ ব্লকের বাসিন্দা মৃত আলী আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩২) কে আটক করে আজ শনিবার জেল হাজতে প্রেরন করেছে।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম জানান, উক্ত রোহিঙ্গা মাদক মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বিজ্ঞ আদালতে হাজির না হয়ে সে দীর্ঘ দিন আত্নগোপনে ছিল।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর