চট্টগ্রাম – আবুল বাশার তিনি রামু উপজেলার একটি হাফেজি মাদ্রাসার শিক্ষক অন্যজন মো: বেলার একই উপজেলার একটি মসজিদের মোয়াজ্জিন। তারা দুই বন্ধু হুজুরী লেবাসের আড়ালে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
আজ শনিবার (২৮জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নতুন রেলওয়ে ষ্টেশন এলাকার একটি পানের দোকান থেকে তাদের ৫০০০পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আবুল বাশার রামু উপজেলার হেদায়াতুল উলুম হাফেজী মাদ্রাসার শিক্ষক আর অন্যজন রামু উপজেলার কাউয়ারকুল এলাকার একটি মসজিদের মোয়াজ্জিন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নগরীতে এসেছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-