ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নিহত তিনজনের একজন আব্দুল মান্নান। পাঁচ বছর ও নয় বছর বয়সী শিশু আনান ও আরমানের একমাত্র পিতা সে। পরিবারের ভরণপোষণের একমাত্র ভরসা আব্দুল মান্নানকে হারিয়ে নির্বাক দুই অবুঝ সন্তান।
গত ৬ এপ্রিল( রোববার) উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে মারা যান মান্নান। সাথে আরও দুজন নিহত হন। তারা হলেন মান্নানের বোন শাহিনা বেগম ও তার জেঠাতো ভাই আব্দুল্লাহ আল মামুন।
নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে উখিয়া থানা পুলিশ। ঘটনার পরদিন দুপুর ২টায় নিহতদের জানাযা অনুষ্ঠিত হয়।
একইদিন সোমবার(৭ এপ্রিল) মান্নানের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই তপু বড়ুয়া জানান, কুতুপালং পশ্চিম পাড়ায় তিনজন নিহতের ঘটনার পরেরদিন ৬জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে নিহত মান্নানের স্ত্রী সাবিনা আক্তার। যার মামলা নং-৭। এজাহারে অভিযুক্ত আব্দুল হামিদ পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন বলে জানান তিনি।”
এজাহারে অভিযুক্তরা হলো কুতুপালং পশ্চিম পাড়ার নাজির হোসেনের ছেলেরআবুল ফজল বাবুল, মাহমুদুল হক, আব্দুল হামিদ, সালাহউদ্দিন, মর্তুজা হাসান রানা ও মো রায়হান।
এদিকে, বাবাকে হারিয়ে নির্বাক হয়ে থাকা দুই শিশুর কান্নাজড়িত চোখের দিকে তাকিয়ে এলাকার সবার চোখের অশ্রু ঝরতে দেখা যায়। তবে এ ধরনের নির্মম ঘটনা ভবিষ্যতে না ঘটানোর জন্য দু’পক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী সহ গণমান্য ব্যক্তিবর্গরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-