ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে উখিয়ার বিভিন্ন স্থানে মিছিল


ইমরান আল মাহমুদ:
ইসরায়েলের নৃশংস গণহত্যায় নিহত গাঁজার মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়াতেও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে উখিয়া সদর স্টেশন ও কোর্টবাজার স্টেশন ও হিজলিয়া এলাকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। একদিন সন্ধ্যায় মনির মার্কেট স্টেশন, কোর্টবাজার স্টেশন সহ উপজেলার বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ সাধারণ জনতা প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের উৎপাদিত পণ্য বর্জন সহ নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানান।

এসময় বর্বরতা বন্ধ করে ইসরায়েলের নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গণহত্যার দায়ে ফাঁসি কার্যকরের জোরালো দাবি জানান সাধারণ জনতা। মিছিলে ” নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম, এক হও হও” সহ নানা স্লোগান দেওয়া হয়। মিছিলোত্তর পথসভা শেষে নিহতদের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সারাদিনের মিছিলে উপজেলার কোনো জায়গায় ভাংচুর ও হামলার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

আরও খবর