পরিচ্ছন্ন সৈকত ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ’র বিশেষ উদ্যোগ

সোনার পাড়া সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় স্থানীয় সংগঠন ‘পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
শুক্রবার (৪ এপ্রিল) সংগঠনটির আয়োজনে সোনার পাড়া সমুদ্র সৈকত মার্কেটের দোকান মালিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সচেতন সমাজের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমুদ্র সৈকতের চারপাশ পরিচ্ছন্ন রাখা, ব্যবসায়ীদের নিজ উদ্যোগে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্মী নিয়োগ এবং পর্যটকদের সচেতন করার মতো বিষয় নিয়ে মতবিনিময় হয়।

সভায় উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ জালাল আহমদ।
এসময় তিনি সৈকতের পরিবেশ রক্ষায় ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে তিনি স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিয়ে সৈকতের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যবসায়ীরা জনপ্রতিনিধির উদ্যোগের সাথে একমত পোষণ করে সৈকতের সৌন্দর্য রক্ষায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে সংগঠনের প্রতিনিধি এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন জানান, সৈকতের নান্দনিকতা বজায় রাখতে স্থানীয় জনগণ ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

এই ধরনের উদ্যোগ কেবল সৈকতের সৌন্দর্য রক্ষাই নয়, বরং স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর