টেকনাফে এবার স্ত্রীকে খুন করলেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জের ধরে নিজ স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মহিলা হলেন, বাহার ছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড করাচিপাড়া এলাকার মৃত লাল মিয়ার মেয়ে নুর বেগম (৩৮)।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, অভিযুক্ত আব্দুর রহিম পারিবারিক বিরোধের জের ধরে তার ২য় স্ত্রী নুর বেগমকে নিজ বশতঘরে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে আশপাশের লোকজন নিহত নুর বেগমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এই বিষয়ে থানা পুলিশ কর্তৃক আইন গত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর