উখিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে উখিয়ায় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাসার গ্রিল কেটে ৩ভরি স্বর্ণ ও নগদ একলাখ ৩০ হাজার টাকাসহ দশ লক্ষ টাকার জিনিসপত্র লুটপাট করেছে।

বুধবার (২ এপ্রিল) উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং ক্লাবঘর সংলগ্ন এলাকায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রবাসী আবদুস সালাম মনুর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দুপুর স্বপরিবারে তারা ইনানী বেড়াতে যায়। সন্ধ্যার পর বাসায় এসে দেখেন গ্রিল কেটে বাসার জিনিসপত্র, স্বর্ণ লুটপাট করেছে ডাকাতরা। পরবর্তীতে আইনী সহায়তা চেয়ে ৯৯৯-এ কল দিলে রাতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর