টেকনাফে ভাসুরের ছুরিকাঘাতের গৃহবধূ খুন!

শাহেদ মিজান, কক্সবাজার :

‎টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া মাদক বাড়িতে মাদক সেবনে নিষেধ করায় ক্ষিপ্ত ভাসুরের ছুরিকাঘাতে জান্নাত আরা (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাগু মিয়ার পুত্র মোঃ ইসমাইলের স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, নাগু মিয়ার পুত্র মাদকাসক্ত ইব্রাহিম প্রকাশ লুতিয়া সকালে ঘুম থেকে উঠেই ঘরেই মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছিল।

এসময় ছোট ভাই ইসমাঈলের স্ত্রী জান্নাত আরা মেহমান আসবে বলে তাকে মাদক সেবন না করতে বলেন। এতে ক্ষিপ্ত হন ইব্রাহিম। এছাড়া নিজ স্ত্রীর সাথে কলহের জন্যও ছোটভাইয়ের স্ত্রী জান্নাত আরাকে দোষারোপ করে আসছিলো। দুই কারণ মিলে ক্ষুব্ধ হয়ে প্রথমে গালিগালাজ করে। এক পর্যায়ে নিজের ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধু জান্নাত আরা। ঘটনা সময় তার স্বামী মো. ইসমাইল কক্সবাজার শহরে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমিসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে ঘটনার পর পালিয়ে যাওয়ায় ঘাতককে গ্রেফতার করা সম্ভব হয়নি, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

আরও খবর