লোহাগাড়া প্রতিনিধি :
রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ১০ জন মারা গেছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ জন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই নিয়ে গত তিন দিনে এলাকাটির আধা কিলোমিটারের মধ্যে তিন দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে হতাহত সবাই মাইক্রোবাসের বলে জানা গেছে। আরো জানা গেছে মাইক্রোবাসটি কিশোরগঞ্জ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল অন্যদিকে রিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে আসছিল। দুটি গাড়ি লোহাগাড়া চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের ৮ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের মধ্য থেকে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।’
এর আগে, ঈদের দিন (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন। এছাড়া গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জন আহত হন।
স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ার কারণে বারবার এ সড়কে দুর্ঘটনা ঘটছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-