শারীরিক অসুস্থতা কেড়ে নিলো উখিয়া হাসপাতালের রোগীদের ঈদ আনন্দ!


ইমরান আল মাহমুদ,কক্সবাজার জার্নাল:
শারীরিক অসুস্থতার কারণে দিন পাঁচেক আগে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন রুমখাঁ চরপাড়া এলাকার মির আহমদ। বয়স ৮৫ ছুঁই ছুঁই। বয়সের সাথে বেড়েছে শ্বাসকষ্ট সমস্যাও। অবস্থার অবনতি হওয়ায় শরণাপন্ন হয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। ঈদের দিন সন্ধ্যায় সরেজমিনে হাসপাতাল ইনডোর পরিদর্শন করে দেখা যায় করুণ দৃশ্য। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন সবাই যখন আনন্দ খুশিতে ঈদ উদযাপন করতে ব্যস্ত সময় পার করছে সেসময় হাসপাতালের বেডে শুয়ে সুস্থতার প্রহর গুনছে মির আহমদের মতো ১৮ জন ভর্তি রোগী। প্রতিবছর আত্নীয় স্বজন পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও এইবছর তাদের ঈদ কাটছে হাসপাতালের বেডে। ঈদের দিন দেখা মিলে রুমখাঁ বড়বিল এলাকার আব্দুস সালামের(ছদ্মনাম) শয্যাশায়ী অবস্থা। খোঁজ নিয়ে জানা যায়, গত দুদিন আগে ডায়রিয়া আক্রান্ত হয়ে অবস্থার অবনতি দেখা দিলে হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হন তিনি। পরে ডাক্তারের পরামর্শে দায়িত্বরত নার্স-স্টাফদের আন্তরিকতায় বর্তমানে কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে শুয়ে ঈদ আনন্দ বঞ্চিত ১৮ জন রোগীর সাথে আনন্দ ভাগাভাগি করে হাসপাতাল কর্তৃপক্ষ। আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. সাজেদুল ইমরান শাওন জানান,” ঈদের নামাজ আদায় করার পরপরই ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিই। প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষ্যে উন্নতমানের খাবার পরিবেশন করে রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের মাঝে দেওয়া হয়েছে। যারা ঈদের আনন্দের দিন হাসপাতালের বেডে শুয়ে আছে তাদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে ডিউটি ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করা হয়েছে।”

আরও খবর