কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার স্টেশনে গণ অধিকার পরিষদ’র সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্দেশনায় উখিয়া উপজেলার আহবায়ক হামিদুল হক এবং সদস্য সচিব সাকিব হকের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে গণ অধিকার পরিষদ উখিয়া উপজেলা।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার কোর্ট বাজার এলাকায় অর্ধ শতধিক মানুষের হাতে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলার অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। সমাজের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। নেতারা আরও বলেন, দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তারা আরও উল্লেখ করেন, ঈদের এই উপহার বিতরণ কর্মসূচি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। সবাইকে একসঙ্গে নিয়ে সামনের দিনগুলোতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-