উখিয়ায় বনবিভাগের অভিযানে ১০০ ঘনফুট কাঠ জব্দ

কক্সবাজার জার্নাল রিপোর্ট:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বিট ও জালিয়াপালং বিটে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করেছে বনবিভাগ।

শনিবার(২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রাজাপালং বিটের তুতুরবিল পাগলা সিরাজের ঘোনা নামক সংরক্ষিত বনভূমির এলাকায় অবৈধভাবে গাছ কর্তন করে পাচারের জন্য মজুদকালে ৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। একইদিন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে ২০ ঘনফুট কাঠ জব্দ করে বনবিভাগ। অভিযানের নেতৃত্ব দেন ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন।

তিনি জানান,” গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সংরক্ষিত বনভূমির গাছ কেটে মজুদকালে তুতুরবিল এলাকা থেকে ৬০ ঘনফুট আকাশমণি ও গামার কাঠ জব্দ করা হয়। মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে ২০ ঘনফুট আকাশমণি কাঠ জব্দ করা হয়েছে। বনবিভাগের অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযানে জালিয়াপালং বিট কর্মকর্তা ও রাজাপালং বিট কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান সহ স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর