পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন


পবিত্র রমজান মাসে প্রতিবছরের ন্যায় এবারও পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার(২৮ মার্চ) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়। সূর্যাস্তের পূর্বে ফটোসেশান সহ নানা আলোচনায় মিলিত হন সকলে।

শিক্ষার্থীরা বলেন,” আমরা প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজনের মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধনে মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। শুধু ইফতার আয়োজন নয় পরবর্তীতে ঈদ পুনর্মিলনীর বৃহৎ আয়োজনের মধ্য দিয়ে পুনরায় সকলে একত্রিত হওয়ার পরিকল্পনা নিয়েছি। ২০১৮ ব্যাচের সকল শিক্ষার্থীদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

আরও খবর