উখিয়ায় ফার্মেসীতে অভিযান, লক্ষাধিক টাকা অর্থদণ্ড


ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:

স্যাম্পল বিক্রি, এন্টিবায়োটিক রেজিস্ট্রার না রাখা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে উখিয়া উপজেলার কোর্টবাজার ও মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করে এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন।

জানা যায়, বিভিন্ন ফার্মেসীতে ঔষধ ও কসমেটিকস আইন অমান্য করে এন্টিবায়োটিক রেজিস্ট্রার না রেখে ফার্মেসীতে ঔষধ বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া কোম্পানির স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধও বিক্রির উদ্দেশ্যে দৃশ্যমান অবস্থায় রেখেছে অধিকাংশ ফার্মেসী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,” গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার কোর্টবাজার ও মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করে ঔষধ& কসমেটিকস আইনে ৫টি মামলায় এক লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করতে ও এন্টিবায়োটিক রেজিস্ট্রার নিয়মিত রাখার জন্য সতর্কবার্তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

আরও খবর