ইমরান আল মাহমুদ:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আপাররুজু বিটের কালুর দোকান এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকালে ৬০ ঘনফুট গর্জন ও জাম গাছ জব্দ করেছে বনবিভাগ। শনিবার(২২ মার্চ) দুপুরে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, একটি প্রভাবশালী চক্র সুকৌশলে বনের গাছ কেটে দীর্ঘদিন যাবত পাচার করে আসছে। রাতের আঁধারে সংরক্ষিত বনভূমি ধ্বংসের চেষ্টা করে তারা এসব গাছ কেটে সাবাড় করছে বলে সূত্রে জানা যায়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা জানান,” গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বনের কাঠ পাচারের খবরে ধাওয়া করে আপাররুজু বিটের কালুর দোকান এলাকা ডাম্পার থেকে আনলোড করে রেখে যাওয়া ৬০ ঘনফুট গর্জন ও জাম গাছ জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে গাছ আনলোড করে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জব্দকৃত কাছ বর্তমানে রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-