কক্সবাজার সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবিঃ সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ

ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পবিত্র রমজান মাসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ) কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সালাহউদ্দিন। ৩য় বর্ষের ছাত্র মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল মনসুর ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার।

এসময় ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আলোচনায় ঈদ পুনর্মিলনীর বৃহৎ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। পরে মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

আরও খবর