
টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির সদস্য বিল্লাল হোসেন সহ নিখোঁজ রয়েছেন আরও কিছু রোহিঙ্গা।
গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটায় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার সমুদ্রে এ ঘটনা ঘটে।এসময় বিজিবির একটি টিম রোহিঙ্গাদের উদ্ধার করতে যায় এবং ২৬ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়। কিন্তু বিল্লাল হোসেন নামে এক বিজিবি সদস্য পানিতে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ বিজিবির সদস্য টেকনাফ শাহপরীর দ্বীপ বিজিবি বিওপির অধীনে কর্মরত ছিলেন বলে জানা যায়।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে উদ্ধার অভিযান চলছে। তবে নিখোঁজ বিজিবির সদস্য সিঃ বিল্লাল হোসেনের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-