আওয়ামীলীগের ৫ ইউপি চেয়ারম্যান আটক

জামিন আবেদন করলে এই পাঁচ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

জামিন চাইতে এসে কারাগারে গেছেন চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত পাঁচ চেয়ারম্যান।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ শামছুন্নাহারের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন: শাহ মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, মৈশাদী ইউনিউনের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, হানারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী এবং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ওই পাঁচ চেয়ারম্যান এর আগে হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন। সময় শেষে হওয়ায় মঙ্গলবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন তারা। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত: গতবছরের জুলাই আন্দোলনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়ি ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেসব মামলায় এই ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও জড়িত রয়েছেন। এমন তথ্য জানিয়েছেন চাঁদপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কোহিনূর রশিদ।

আরও খবর