কক্সবাজার জার্নাল রিপোর্ট:
রক্ষিত ও সংরক্ষিত বনভূমি জবরদখলদারদের কঠোর সতর্কবার্তা প্রদান করেছে উখিয়ার বনবিভাগ। অবৈধভাবে জবরদখল করে স্থাপনা নির্মাণ নিয়েও কঠোর অবস্থান স্পষ্ট করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ। স্থাপনা নির্মাণে অভিযুক্তদের বরাবর নোটিশ ইস্যু করে দালিলিক প্রামাণাদি দেখানোর কথা উল্লেখ করে ইতিমধ্যে অর্ধডজন জবরদখলদারদের সতর্ক করেছে উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান। তবে, নোটিশের কোনো জবাব না দেওয়ার কারণে অবৈধভাবে বনভূমি জবরদখলের বিষয়টি নিশ্চিত হয়ে জবরদখল প্রতিহত করতে অভিযান পরিচালনার কথা জানায় বনবিভাগের কর্মকর্তারা।
কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম। তিনি জানান,” বনভূমি( রক্ষিত ও সংরক্ষিত) জবরদখলের বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য স্থাপনা নির্মাণকারীদের বরাবর নোটিশ ইস্যু করেছি। নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে জবাব না দেওয়ায় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিচ্ছি। উখিয়া রেঞ্জে নতুন করে কোনো অবৈধ স্থাপনা, জবরদখল করতে দেওয়া হবেনা। যারা বন অপরাধে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-