
চার ঘণ্টা ধরে দাবানলে জ্বলল ফ্লরিডার কয়েক হাজার মাইল জমি।
মঙ্গলবার সন্ধ্যায় ফ্লরিডা-কিজের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র হাইওয়ে ‘ইউএস-১’-এর প্রায় ১৮ মাইল বিস্তীর্ণ অংশে হঠাৎই আগুন লেগে যায়। দাবানলের জেরে ওই এলাকায় আসা-যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
বিধ্বংসী দাবানলে জ্বলেপুড়ে খাক হয়ে গেল ফ্লরিডার হাজার হাজার একর জমি। মঙ্গলবার সন্ধ্যায় ফ্লরিডার মায়ামি-ডেড এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দাবানলের কারণে মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ হয়ে যায় দুই গুরুত্বপূর্ণ মার্কিন হাইওয়ে, যার জেরে রাতভর সড়কপথে যানচলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-