এ বছর যেদিন থেকে শুরু হবে ইতিকাফ

ইতিকাফ হল একটি ইসলামি রীতি যার মধ্যে রয়েছে নির্দিষ্ট সংখ্যক দিন মসজিদে অবস্থান করা। রমজানের শেষ ১০ দিনে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এটি বিশেষভাবে জনপ্রিয়। রমজানে অধিক গুরুত্বপূর্ণ ইবাদতসমূহের একটি ইতিকাফ। এটি আরবি শব্দ। এর অর্থ হলো কোনো জিনিসকে আঁকড়ে ধরা। তাতে নিজেকে আবদ্ধ রাখা।

রমজান মাসকে ইবাদতের জন্য প্রতিযোগিতার মাস বলা হয়ে থাকে। রাসূল (সা.) এর আমলে রমজান মাসে সাহাবিগণ এ মাসে ইবাদতের প্রতিযোগিতা করতেন। আর এ মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতেকাফ পালন করা।

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশদিন ইতেকাফ করতেন। (বুখারি, মুসলিম)

ইতেকাফ রোজাদারের জন্য সুন্নাতে মোয়াক্কাদায়ে কিফায়া। সমাজের পক্ষ থেকে কেউ ইতেকাফে বসলে তা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে।

এ বছর ইতেকাফ শুরু হবে আগামী শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান ১৪৪৬ হিজরি। রমজানের শেষ দশক তথা ২০ রমজান মোতাবেক ২১ মার্চ শুক্রবার সূর্যাস্তের আগ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া সূর্যাস্ত পর্যন্ত ইতিকাফ করতে হবে।

পবিত্র লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতেকাফকারীরা ওইদিন (শুক্রবার) ইফতারের আগে মসজিদে উপস্থিত হবেন। প্রত্যেক রোজাদার ইবাদত-বন্দেগির প্রতিযোগিতায় নিজেদের নিয়োজিত করবেন।

হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন,

প্রতি রমজানের শেষ দশকে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর তিনি ২০দিন ইতিকাফে কাটান। (বুখারি, হাদিস: ১৯০৩)

আরও খবর