কোর্টবাজার সাব- ইজারা প্রত্যাশীদের প্রতি হেলালের যে অনুরোধ!

উখিয়ার কোটবাজার, একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে পরিচিত, এবার আগের চেয়ে কম দামে ইজারা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করলেও, সম্প্রতি বাজার সাব-ইজারাদারদের দায়িত্বে চলে যাওয়ার গুঞ্জন উঠায় তাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পালং মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হেলাল বিন চৌধুরী সাঈদী সামাজিক যোগাযোগমাধ্যমে সাব-ইজারাদারদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। তার বার্তায় তিনি কোটবাজারের ইজারা সংক্রান্ত তথ্য তুলে ধরেন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সাব-ইজারাদারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

হেলাল তার বার্তায় উল্লেখ করেন,

গত ২৪-২৫ অর্থবছরে সাবেক ছাত্রলীগ নেতা মকবুল হোসাইন মিথুন সর্বোচ্চ ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কোটবাজার ইজারা নিয়েছিলেন, যা সরকারি ভ্যাট সহ ১ কোটি ৫৩ লক্ষ টাকায় দাঁড়ায়। অন্যদিকে, চলতি ২৫-২৬ অর্থবছরে উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী ১ কোটি ৩ লক্ষ ২৮ হাজার টাকা দিয়ে ইজারা পেয়েছেন, যা ভ্যাট সহ ১ কোটি ২৯ লক্ষ টাকা। তিনি বলেন, সরকারি বাজার ইজারা কমে যাওয়ায় সাধারণ ব্যবসায়ীরা স্বস্তি পেয়েছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে হেলাল সাবধান করে দিয়েছেন, সাব-ইজারাদাররা যদি অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করেন, তবে সাধারণ ব্যবসায়ীরা তা প্রতিহত করবে এবং প্রয়োজনে আন্দোলনে নামতে প্রস্তুত। তিনি বলেন, “রক্তাক্ত জুলাই-আগস্টের বিজয়ের পর সাধারণ ব্যবসায়ী ও জনগণ নতুন কোনো স্বৈরাচার দেখতে চায় না।”

হেলালের এই বার্তা স্থানীয় ব্যবসায়ী ও সাব-ইজারাদারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই আশা করছেন, সাব-ইজারাদাররা ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেবেন।

এই পরিস্থিতিতে কোটবাজারের ব্যবসায়ীরা তাদের অধিকার রক্ষায় সচেতন রয়েছেন এবং ভবিষ্যতে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।

আরও খবর