উখিয়া, ২৫ মার্চ ২০২৫:
কক্সবাজার জার্নাল ডেস্কঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে কুরআন বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ই মার্চ) উখিয়া উপজেলার স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল এবং শহর শিবিরের সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উখিয়া উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিসান। এছাড়াও উপজেলা শিবিরের সাবেক সভাপতি রিদুয়ানুল হক, সাবেক সেক্রেটারি নুরুল কবিরসহ শিবিরের নেতৃত্ববৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বদর দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, “বদরের যুদ্ধে মুসলিমদের বিজয় শুধু একটি সামরিক বিজয় নয়, এটি ছিল সত্য ও ন্যায়ের বিজয়। এই দিনটি আমাদেরকে সত্যের পথে অবিচল থাকার প্রেরণা দেয়।”
প্রধান অতিথি হাফেজ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, “বদর দিবস আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার শিক্ষা দেয়। এই দিনে আমরা শুধু অতীতের স্মৃতি স্মরণ করি না, বরং ভবিষ্যতের জন্য নতুন করে সংকল্পবদ্ধ হই।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে কুরআন বিতরণ করা হয় এবং বদর দিবসের তাৎপর্য, রোজার ফজিলত,রমজানের আমল ও দ্বীন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-