কক্সবাজার জার্নাল রিপোর্ট :
উখিয়া উপজেলার ইনানীতে ইসিএ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ছোটবড় ১০টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন জানায়, কক্সবাজার জেলা প্রশাসক ও এডিএম স্যারের নির্দেশে ইনানী সৈকতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অন্য সব দোকানের মালামাল সরিয়ে নিতে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। ইসিএ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা সকল স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-