মহেশখালী থানা পুলিশের অভিযান: একবছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশের চৌকস আভিযানিক দল।

মঙ্গলবার গভীররাতে মহেশখালী থানার চৌকস অফিসার উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী-পিপিএম সঙ্গীয় এসআই আনোয়ার হোসেন, এএসআই এজাহার মিয়া ফোর্সসহ উপজেলার টাইমবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সাজাপ্রাপ্ত আসামি হলেন, উপজেলার হোয়ানক জামালপাড়া এলাকার মৃত ফরিদের ছেলে জিআর-২৩৪/১৯ (মাদক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী হামিদুল ইসলাম হামিদ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ জানান, মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর