৪ দিনের সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা, ড. মুহাম্মদ ইউনুস। ফাইল ছবি

আগামী ২৬ মার্চ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘চীনের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। আগামী ২৬ মার্চ থেকে ৪ দিনের সফর নিয়ে মিটিংয়ে আউট লাইন পাওয়া গেছে। ২৭ মার্চ সেখানে একটি ফোরামে বক্তব্য রাখবেন প্রদান উপদেষ্টা।’

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম চীন সফর।

শফিকুল আলম বলেন, ‘সংস্কার প্রক্রিয়া পুরোটাই ট্রান্সপারেন্ট। বিদেশি বন্ধুরা আমাদের সাপোর্ট দেবেন বলে তাদের কথা জানাচ্ছেন। তবে সেটা আমরা নেবো কিনা সেটা আমাদের বিষয়। এটা পুরোটা বাংলাদেশের বিষয়।’

আরও খবর