নিজস্ব প্রতিনিধি :
মহেশখালীতে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে। ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে শুক্রবার রাত ১০ টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী-পিপিএম ঘটনাস্থল থেকে এই ঘটনায় জড়িত হৃদয় শীল (২০) নামের এক যুবককে আটক করে।
মহেশখালী থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা এলাকায় রাস্তায় সাত বছরের এক শিশু ছেলে হাঁটাহাঁটি করার সময় ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হৃদয় শীল নামের এক যুবক ওই শিশুকে আধারঘোনা বাজারে তাঁর সেলুনের দোকানে নিয়ে যায়। পরে সেলুন দোকান বন্ধ করে সেলুনের দোকানদার হৃদয় শীল ওই শিশুকে ধর্ষণ করে। পরে একটি ঝালমুড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে ওই শিশুকে বাড়িতে পাঠিয়ে দেন।
ওই শিশুর পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়া শেষে ঘুমাতে গেলে ওই শিশুর পায়ুপথে ও পেটে ব্যথা অনুভব হয়। একপর্যায়ে তাঁর মাকে ওই শিশু পায়ুপথে ধর্ষণ করার ঘটনাটি জানান। এই ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই শিশুর পিতা বাদি হৃদয় শীলের নামের মহেশখালী থানায় একটি ধর্ষণ মামলা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-