তাওহীদুল ইসলাম রাপীঃ
জাতিসংঘের মহাসচিবের ইফতার পার্টি উপলক্ষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে পদদলিত হওয়ার ঘটনায় ১ জন রোহিঙ্গা নিহত এবং ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কুতুপালং ক্যাম্প-২০ (এক্স) এর ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায়।
১৪ ই মার্চ শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে ১ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে যেই ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেখানেই ঘটনাটি ঘটে।
প্রাথমিক ভাবে জানা যায়, ইফতার পার্টিতে অংশ নিতে আসা রোহিঙ্গাদের মধ্যে হুড়োহুড়ি লেগে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে ৫০ বছর বয়সী নেয়ামত উল্লাহ নামে এক রোহিঙ্গা নিহত হন। নিহত ব্যক্তির পিতার নাম মৃত সবি মিয়া এবং তিনি ক্যাম্প-৪ এর বাসিন্দা ছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন ১৬ বছর বয়সী আসমত উল্লাহ এবং ৬২ বছর বয়সী কলিম উল্লাহ। আহতদের প্রথমে উখিয়ার জিকে হাসপাতালে নেয়া হয় এবং পরবর্তীতে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আসমত উল্লাহর পিতার নাম আসাদ উল্লাহ এবং তিনি ক্যাম্প-৪, ব্লক-ই/০৫ এর বাসিন্দা। অন্যদিকে আহত কলিম উল্লাহর পিতার নাম বসির আহমেদ এবং তিনিও ক্যাম্প-৪ এর বাসিন্দা।
স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় রোহিঙ্গা শিবিরে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-