
কক্সবাজার জার্নাল ডেস্কঃ
উখিয়ার হলদিয়ায় পশ্চিম মরিচ্যা এলাকায় ইসলামি যুব কল্যাণ একতা সংঘের উদ্যোগে স্থানীয় গরিব, দুঃখি মেহনতী মানুষের পরিবারের হাতে ইফতার সামগ্রী বিতরণ ও এলাকাবাসীকে নিয়ে এক ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আজ ১৪ই মার্চ, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে
পশ্চিম মরিচ্যা ইসলামী যুব কল্যাণ একতা সংঘের কার্যালয়ে সমিতির সদস্যদের উপস্থিতিতে পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে পশ্চিম মরিচ্যা ইসলামী যুব কল্যাণ একতা সংঘের উদ্যোগে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এরপর স্থানীয় জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় সংঘের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “পবিত্র রমজান মাসে গরীব ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই মাসে কেউ যেন না খেয়ে না থাকে।”
ইফতার সামগ্রী বিতরণের সময় সংঘের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সংঘের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল ও মহল্লাবাসীরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এভাবে চলতে থাকলে গ্রামের অসহায় পরিবারগুলোর আর না খেয়ে থাকতে হবে না। আমরা সংঘের এই মহৎ কাজকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই।”
এই আয়োজনের মাধ্যমে পশ্চিম মরিচ্যা ইসলামী যুব কল্যাণ একতা সংঘ পবিত্র রমজান মাসে সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-