উখিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য সহায়তা দিলো প্রশাসন

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা কলিম উল্লাহর বাড়িতে মধ্যরাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে উখিয়া ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটে ১১ মার্চ( মঙ্গলবার) দিবাগত রাত সোয়া ১২টার দিকে। বিষয়টি জানার পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কলিম উল্লাহর বাড়িতে ছুঁটে যান উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন। মঙ্গলবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এসময় ক্ষয়ক্ষতির বর্ণনা শুনে তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান করেন।

জানা যায়, মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কারণে হঠাৎ পুড়ে ছাই হয়ে যায় অনেক মূল্যবান সামগ্রী। ফলে ক্ষতিগ্রস্থ কলিম উল্লাহর চোখেমুখে অশ্রু যেনো থামছেনা। বাড়ির মূল্যবান জিনিসপত্র হারিয়ে পাগলপ্রায় তিনি।

এমতাবস্থায় স্থানীয়দের পাশাপাশি সহযোগিতার জন্য ছুঁটে চলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,”আমরা খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। ক্ষয়ক্ষতির তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।”

আরও খবর