ছাত্রদল নেতার পায়ের রগ কাটলেন বিএনপি নেতা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে এক ছাত্রদল নেতাকে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ সময় তার হাত ও পায়ের রগও কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার দায়ে ইতোমধ্যে দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগীর নাম আসাদুল্লাহ। তিনি উপজেলার নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসাদুল্লাহকে কোপানোর অভিযোগে বহিষ্কার হওয়া নেতারা হলেন- নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও একই কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী।
ভুক্তভোগীর পরিবার বলছে, শনিবার রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপি নেতা সালাম ও শাহীনের নেতৃত্বে একদল যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আত্মরক্ষা করতে গেলে তাকে রাস্তার ওপর ফেলে কোপানো হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা চলে যান। পুরো ঘটনা বাজারে উপস্থিত অসংখ্য মানুষ দেখলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে যায়নি।

ছাত্রদল নেতা আসাদুল্লাহকে কোপানোর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে পড়েন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এরই পরিপ্রেক্ষিতে রোববার বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদল নেতারা হামলাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
হামলার তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আহত আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি। তাকে কোপানোর ঘটনায় মামলা দায়ের হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সালাম ও শাহীনকে বহিষ্কারের তথ্য জানিয়েছে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল দক্ষিণ জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম ও যুগ্ম আহ্বায়ক শাহীনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Source: Amar Desh

আরও খবর