কক্সবাজার জার্নাল ডেস্ক:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দায়িত্ব নেবে না বিএনপি। বিএনপিতে এমন কেউ থাকলে অন্য দলে চলে যেতে হবে। এ দলে চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।
রোববার ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও উপজেলার ১০ নম্বর ঘোপাল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মজনু বলেন, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা সালিশ বাণিজ্য করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এমনকি মঞ্চে আমার পেছনে দাঁড়িয়ে ছবি তুলে অপকর্ম করলেও কোনো ছাড় নয়। বিএনপিতে থাকতে হলে সব ধরনের অপকর্ম ছাড়তে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম-সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জালাল আহমেদ, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্যসচিব মো. আলমগীর প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-