নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে শিগগির গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। আজ রোববার নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আইনে নির্ধারণ করে দেওয়া কিছু শর্ত পূরণ করতে হয়। এসব শর্ত কিছুটা সহজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনার সুপারিশ আছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের। সে সুপারিশ বাস্তবায়ন করা হবে কি না, সরকার এখনো সে সিদ্ধান্ত নেয়নি। শিগগির ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন আলোচনা শুরু করবে। এরই মধ্যে ইসি বিদ্যমান আইনে নতুন দলের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ রোববার প্রথম আলোকে বলেন, এ রকম একটি সিদ্ধান্ত হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হবে। এ সময়ের মধ্যে যদি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত আসে, তাহলে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত আসার আগে কেন ইসি বিদ্যমান আইনে প্রক্রিয়া শুরু করছে, জানতে চাইলে আনোয়ারুল ইসলাম বলেন, সময়ের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। রাজনৈতিক দলের নিবন্ধন একটি লম্বা প্রক্রিয়া। এখানে যাচাই–বাছাই করার বিষয় আছে। রাজনৈতিক দলগুলোরও প্রস্তুতির বিষয় আছে। তাই তাঁরা বিদ্যমান আইনে নতুন দলের নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে বলে তিনি জানান।
২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু করা হয়। তখন জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধন পেতে কিছু শর্তের বিধান যুক্ত করা হয়।
ওই আইন অনুযায়ী, নিবন্ধন পাওয়ার শর্তগুলোর মধ্যে রয়েছে দলের কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত এক–তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন (মহানগর) থানায় কার্যালয় থাকতে হবে এবং প্রতিটি কার্যালয়ে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।
এসব শর্তে পরিবর্তন আনার সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। গত ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। অন্তত এক–দশমাংশ জেলায় কার্যকর জেলা কার্যালয় এবং অন্তত ৫ শতাংশ উপজেলায় বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় কার্যকর কার্যালয় থাকতে হবে। দলের সদস্য হিসেবে ন্যূনতম পাঁচ হাজার ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো দলকে নিবন্ধন পেতে হলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দেশের অন্তত ২২টি জেলায় জেলা কার্যালয় এবং ১০০টি উপজেলায় কার্যালয় থাকতে হয়। আর সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে অন্তত ৭টি জেলায় এবং ৬১টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কার্যালয় থাকলেই হবে।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দলকে নিবন্ধন দেওয়ার সময় বিদ্যমান শর্তগুলো কতটা বিবেচনায় নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন আছে। তখন নিবন্ধনের জন্য ৯৩টি দল আবেদন করেছিল। গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইসি। কিন্তু শেষ পর্যন্ত নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি ‘ভুঁইফোড়’ দলকে।
জেলা, উপজেলা পর্যায়ে কার্যালয় ছাড়াও নিবন্ধনের জন্য দলের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট কিছু বিষয়ে বিধান থাকতে হয়। যেমন কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির সদস্য নির্বাচিত করা, সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ সদস্যপদ নারীদের জন্য নির্ধারিত রাখা এবং পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন করা, শিক্ষক–শিক্ষার্থী বা শ্রমিক ও অন্য কোনো পেশার সদস্যদের সমন্বয়ে অঙ্গ বা সহযোগী সংগঠন না থাকা ইত্যাদি।
সংস্কার কমিশনও নিবন্ধন পেতে গঠনতন্ত্রে কিছু বিধান রাখার শর্ত দেওয়ার কথা বলেছে। সেগুলোর মধ্যে আছে দলের কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটির সদস্য গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করা; দলের সব সদস্য এবং কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ের কমিটির নির্বাচিত সদস্যদের তালিকা দলের ওয়েবসাইটে দেওয়া; রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন, ভাতৃপ্রতিম বা অন্য যেকোনো নামে না রাখা; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্টের অধীন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের (বিচারবহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিক/মানবাধিকারকর্মীর ওপর হামলা, অর্থ পাচার) মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করলে দলের সদস্য হওয়ার অযোগ্য করা ইত্যাদি।
Source: Prothom Alo
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-