ধর্ষণের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে উখিয়ায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:

ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং সেটি দ্রুত কার্যকরের দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে উখিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতা। রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার কোর্টবাজার স্টেশনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা ছাত্র পরিষদ ও ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত মিছিল ও পথসভা থেকে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের সব ঘটনার তীব্র প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। ধর্ষণের ঘটনার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড রেখে সেটি দ্রুত সময়ে কার্যকরের দাবি জানান শিক্ষার্থীরা। মিছিলে অংশ নেওয়া এক ছাত্রী বলেন,”যেভাবে ধর্ষণ হচ্ছে আমরা মা বোনেরা কেউ নিরাপদ না। ধর্ষক যদি প্রকাশ্যে ঘুরাঘুরি করার মতো ছাড়া পেয়ে যায় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা চায় ধর্ষণের ঘটনায় দৃশ্যমান শাস্তি হোক। যাতে পরবর্তীতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

মিছিল ও পথসভায় “আমরা বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে” স্লোগান দেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। যা খুবই হৃদয়বিদারক এবং নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ দেয়।

আরও খবর