পাবনার সুজানগরে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে মারধরের ঘটনায় স্থানীয় বিএনপর পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি এবং উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্যিকবিষয়ক সেক্রেটারি মো. ওয়ালিউল্লাহ বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন সুজানগর উপজেলার বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক চর ভবানীপুর গ্রামের মৃত নায়েব আলী খাঁর ছেলে মজিবর রহমান খাঁ (৫৫), কালিমন্দির পাড়ার মৃত করিম খাঁর ছেলে মানিক হোসেন খাঁ (৪০), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চর সুজানগর এলাকার নযাই খাঁর ছেলে বাবু খা (৪৫), একই এলাকার মৃত হোসেন শেখের ছেলে আরিফ শেখ (৩৫), মৃত রহমান শেখের ছেলে আব্দুল বাসেদ বাঁশি শেখ (৪২)। এদের মধ্যে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মজিবুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে জামায়াত নেতাদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আরিফ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Source: Kaler Kantho
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-