ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের তাজনিমারখোলা এলাকায় সংরক্ষিত বনভূমি ধ্বংস করে অবৈধভাবে পাচারের সময় বালিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে বনবিভাগ। বুধবার (৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম।
জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী সিন্ডিকেট মিলে গড়ে তুলে অবৈধভাবে বালি পাচারের মহোৎসব। এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি বনবিভাগ। ধরাছোঁয়ার বাইরে থাকা বনভূমি ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের।
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্টাফ সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান,” এ ঘটনায় উখিয়া-টেকনাফ স্থল সীমানার কিছু প্রভাবশালী সিন্ডিকেট জড়িত থাকার প্রাথমিক তথ্য পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-