ইমরান আল মাহমুদ,কক্সবাজার জার্নাল:
পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মরিচ্যা বাজারে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এসময় অসঙ্গতি থাকায় মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলায় ৩৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, ইউপি সদস্য এম মনজুর আলম উপস্থিত ছিলেন।
জানা যায়, পবিত্র রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে। যা ভোক্তার নাগালের বাইরে চলে যায়। মরিচ্যা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা গলাকাটা বাণিজ্য করছে।
এমতাবস্থায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা প্রদানের পাশাপাশি আইন অমান্যকারীদের অর্থদণ্ড প্রদান করেছেন।
ইউএনও কক্সবাজার জার্নালকে জানান, পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ভোক্তার নাগালের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া যাবেনা। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-