ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে- এ প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
রবিবার(২ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
বক্তারা বলেন,”অতীতে কি হয়েছে সেটি ২৪ এর বিপ্লব পরবর্তী দেখতে চাইনা। অতীতে ভোটকেন্দ্রে সকাল ১০টা ১১টা বাজলে ভোট দেওয়া শেষ বলে ভোটারদের তাড়িয়ে দিতো। এসব এখন আর দেখতে চাইনা। যার ভোট সে দিয়ে নিরাপদে বাড়িতে চলে যাবে। আর ভোটার হালনাগাদে যারা রোহিঙ্গাদের মা বাবা সেজেছেন তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি। কোনো মেম্বার চেয়ারম্যান যদি অনিয়মের সাথে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করার হুশিয়ারী দেওয়া হয় আলোচনা সভায়।”
আলোচনা সভায় উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজিপ) মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার ফরিদুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোকতার আহমদ,একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-