উখিয়ায় গাছ কাটতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ২

কক্সবাজার জার্নাল রিপোর্ট :

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে বাগানের গাছ কাটার সময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করেছে বনবিভাগ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে থাইংখালী বিট কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-১৬ এর হাফেজ আহমদের ছেলে মোহাম্মদ আলম(২৫) ও ক্যাম্প-৪ এর হোছন আহমদের ছেলে আলম(২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, পালংখালী এলাকার অবৈধ কাঠ ব্যবসায়ী সাকের আলীর নেতৃত্বে রাতের আঁধারে সংরক্ষিত বনভূমির গাছ কাটার জন্য বেরিয়ে পড়ে রোহিঙ্গারা।

থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ জানান,”উখিয়া রেঞ্জ কর্মকর্তা( এসিএফ) মহোদয়ের নির্দেশে থাইংখালী বিটের সংরক্ষিত বনভূমি হতে রাতের আঁধারে গাছ কাটার সময় হাতেনাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার মূলহোতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।”

আরও খবর