চারশো সাইক্লিষ্টের অংশগ্রহণে মেরিন ড্রাইভে প্রতিযোগিতা: বিজয়ীদের পুরষ্কৃত করলেন সেনাপ্রধান

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আয়োজনে প্রায় চারশো সাইক্লিষ্টের অংশগ্রহণে মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হলো “মেরিন ড্রাইভ রেস” প্রতিযোগিতা।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে দরিয়ানগর পয়েন্ট হতে প্রতিযোগিতার শুরু হয়। একইদিন সকাল ৮টা ৪৫ মিনিটে হোটেল বে ওয়াচের সম্মুখে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। পরে স্পন্সর প্রতিষ্ঠান ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তব্যে সেনাপ্রধান বলেন,”কক্সবাজারের এই মেরিন ড্রাইভে প্রথম বারের মতো আয়োজন করলাম৷ নৈসর্গিক এক সৌন্দর্য্যের জায়গা এই মেরিন ড্রাইভ। আমরা বাংলাদেশে চায় ইয়াং জেনারেশন ফিজিক্যাল এক্টিভিটিসে জড়িত থাকুক। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করবো। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে এ প্রতিযোগিতা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। এধরনের প্রতিযোগিতা আমরা আরো আয়োজন করবো। জেলা প্রশাসন সহ আয়োজন যারা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। স্পন্সর যারা করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।”

এসময় সেনাপ্রধান বিদেশি সাইক্লিষ্টদের প্রতি অশেষ ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর