উখিয়ায় জালনোটসহ সংঘবদ্ধ চক্রের নারী পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার :

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র।

প্রতিবছরেই ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে এসব সংঘবদ্ধ চক্র বেপরোয়া হয়ে ওঠে। এই চক্রের তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুপালং বাজারে ‘জাল’ টাকা লেনদেনের সময় ৪৯টি এক হাজার টাকার ‘জাল’ নোট সহ রাবেয়া (৪১) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত রাবেয়া উখিয়ার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জাল টাকা’র চক্রের সাথে সে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, ”আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর।”‘জাল টাকা’ চক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর