ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল :
পবিত্র রমজান উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে তিন দোকানিকে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোর্টবাজার স্টেশনে মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১১হাজার টাকা জরিমানা আদায় করে প্রশাসন।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারীন তাসনিম তাসিন।
তিনি কক্সবাজার জার্নালকে জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার কোর্টবাজার স্টেশনে মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১১হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-