নাফ নদ থেকে আটক করা ২৯ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাতা :

টেকনাফের নাফ নদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আটক করা ২৯ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সহযোগিতায় কাঠের ট্রলারে করে এসব জেলে টেকনাফে ফিরে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি জানান, গত ১১ ও ২০ ফেব্রুয়ারি ভুলবশত সীমান্ত অতিক্রম করা ৬টি ইঞ্জিনচালিত বোটের ২৯ জেলে আরাকান আর্মিদের হাতে আটক হয়। আজ বৃহস্পতিবার বিকালে তারা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সহযোগিতায় টেকনাফে ফিরে ফিরে এসেছে। এদের মাঝে ১৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১৪ জন রোহিঙ্গা। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশি জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া রোহিঙ্গাদের ক্যাম্পে পাঠানো হয়েছে।

আরও খবর