উখিয়ায় ৩ প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :কক্সবাজারের উখিয়ায় পবিত্র রমজান সামনে রেখে বিএসটিআইয়ের অনুমোদনহীন চানাচুর, বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন, ওজন কম দেওয়া সহ ভেজাল পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উখিয়া সদর, কুতুপালংয়ে এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। এসময় সাথে ছিলেন বিএসটিআই কক্সবাজার জেলার কর্মকর্তা শিমু বিশ্বাস, সহকারী পরিচালক (সিএম) রঞ্জিত কুমার মল্লিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানাজায়, উখিয়া সদর ‘মেসার্স জনি ফুড প্রোডাক্টসে’ নামের প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় চানাচুর পণ্য উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ১০ হাজার টাকা ও ‘মেসার্স সৌদিয়া ট্রেডার্স’কে অনুমোদনহীন লিটার মেজার্স ব্যবহার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে কুতুপালং বাজারের ‘মেসার্স ফাইভ স্টার আনন্দ ফুড’ নামের প্রতিষ্ঠানে অনুমোদনহীন বিস্কুট ও কেক পণ্যের উৎপাদন এবং বাজারজাত করণের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, বুধবার দুপুরে উখিয়া সদর ও কুতুপালং বাজারের অনুমোদনহীন পণ্য তৈরি ও বিক্রির দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান সামনে রেখে অবৈধ ও ভেজাল পণ্য তৈরির ও বিক্রিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর