নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) সদস্যরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পালংখালীর নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক ওই ইউনিয়নের বালুখালী নলবুনিয়া এলাকার জাহেদ আলমের পুত্র মো. আয়ুবুল ইসলাম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী পালংখালীর নলবুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আয়ুবুল ইসলাম নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে বিজিবি টহল দল।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন জানান, বিজিবি এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-