র‌্যাবের অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার আটক ৪

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা সহ ৪জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯), ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫) ।

বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ ৪জন ব্যক্তিকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের হ্নীলা এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় টেকনাফের নাইক্ষ্যংখালী সাকিনস্থ মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় র‌্যাবের অভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত মাদক কারবারিদের কাজ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে অভিনব পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরও খবর