বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, পুলিশের দুই সদস্যসহ আহত ৪

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান-কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবানের গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন।

অন্যদিকে, একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চা দোকানদার মো. হোসেন মিয়া নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে কেরানিরহাটের আশসাফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দু’জনের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর