উখিয়ায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মানে পুলিশ অঙ্গীকারবদ্ধ: উখিয়ায় ডিআইজি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারে উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়কে চুরি, ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় শাহপুরী হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন শাহপুরী হাইওয়ে অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া ও টেকনাফের সকল সিএনজি, পিকআপ, ডাম্পার, ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস-পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান বলেন, ” ৫ আগস্টের পূর্বে পুলিশ সেসময়ের প্রভাবশালীদের পকেটে ছিলো, এখন সময় বদলেছে। ছাত্র-জনতার নতুন বাংলাদেশ বির্নিমাণে পুলিশ অঙ্গীকারবদ্ধ। ”

ভুল-ত্রুটি শুধরাতে সকল স্তরের অংশীজনদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ” আপনারদের সহযোগিতার বিকল্প নেই, নাগরিকদের নিপীড়ন না চালাতে পুলিশ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা আছে।”
বিশেষ অতিথি হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম বলেন, ” আইন সবার জন্য সমান, পুলিশের ক্ষেত্রেও তাই। অকাজ বন্ধ করতে হবে, কেউ যদি অনিয়মে জড়িত থাকে অবগত করবেন এবং অবশ্যই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ”

তিনি আরও বলেন, সড়ককে ডাকাতি, ছিনতাই এবং অপরাধমুক্ত করতে হাইওয়ে পুলিশের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনসাধারণকে নিরাপদ সড়ক উপহার দেয়াই আমাদের লক্ষ্য।

আরও খবর