স্টাফ রিপোর্টার, নাইক্ষংছড়ি :
নাইক্ষংছড়িতে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়লেন চাকুরিচ্যুত এক সেনা সদস্য। তার নাম ভিকসান মিয়া (৩৪)। ধৃত আসামীর বাড়ি রামুর রাজারকূলের পঞ্জেগানা নামক এলাকায়। তবে তার স্থায়ী ঠিকানা নরসিংদী।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযানে নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামে। এ সময় তামাকচাষীরাও যোগদেন তাদের সাথে । এক পর্যায়ে ৭/৮ জনের একটি দলকে ঘিরে ফেলে পুলিশ। রাত সোয়া ১ টার দিকে পুলিশ দলের কব্জায় আসে ভিকসান মিয়া। সাথে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান। সাথে ১ রাউন্ড তাজার গুলি। বাকীরা পাহাড়ি পথ বেয়ে পালিয়ে যায় দ্রুত।
নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, আটক আসামীকে জিজ্ঞাসাবাদে বলেন, তিনি নাকি চাকুরীচ্যুত সেনা সদস্য। তিনি বক্সারও ছিলেন। আর তিনি বর্তমানে গর্জনিয়া কেন্দ্রিক একটি ডাকাত দলের কমান্ডারও। পুলিশ কর্মকর্তা আরো জানান, তার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-